আগরতলা, ১১ জানুয়ারি: সামাজিক মাধ্যমে ভুয়ো খবরের জেরে লাখ টাকার ক্ষতির সম্মুখীন খোয়াই শহরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রঞ্জিত ঘোষ। তাঁর দাবি, সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং ব্যবসার ক্ষতিসাধনের জন্য এই ভুয়া খবরটি প্রচার করেন স্বার্থান্বেষী মহল।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত প্রায় ২৫ দিন আগে খোয়াই সুভাষ পার্ক স্থিত হৃদয় হোটেল রেস্টুরেন্ট, সুইট, টিফিন হাউজ -এর কর্ণধার রঞ্জিত ঘোষের ছেলে এবং অন্যান্য কর্মচারীরা নাকি এইচআইভি পজেটিভ। এই খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো বিগত ২০ থেকে ২৫ দিন যাবত তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোন গ্রাহকরা আসছেন না। খোয়াই শহর ও বিভিন্ন এলাকার মানুষরা অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েন এই ভুয়া খবরের জেরে। শনিবার দুপুর ১২ টায় হৃদয় হোটেল এন্ড রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে গোটা বিষয়টি জনসমক্ষে তুলে ধরেন ব্যবসায়ী রঞ্জিত ঘোষ।
তিনি বলেন, এই ভুয়া খবরের জেরে তিনি রীতিমতো মানসিক ভাবে ভেঙে পড়েন এবং তার ছেলেও একই রকম ভাবে মানসিকভাবে বিপর্যস্ত হন। পরবর্তী সময়ে খোয়াই জেলা হাসপাতালে এবং অন্যান্য বেসরকারি ল্যাব গুলিতে তার ছেলের এইচআইভি টেস্ট করান। সবগুলি রিপোটেই তার ছেলের নেগেটিভ আসে এইচআইভি টেস্টের রিপোর্ট। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে খোয়াই থানায় লিখিত আকারে মামলা দায়ের করেন।
তিনি আরো বলেন, তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং ব্যবসার ক্ষতিসাধনের জন্য এই ভুয়া খবরটি প্রচার করেন স্বার্থান্বেষী মহল। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি খোয়াইসহ বিভিন্ন এলাকার গ্রাহকদের তার দোকানে আসার জন্য আবেদন জানান। তাছাড়া খোয়াই পুলিশ প্রশাসনের কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে দোষীকে সনাক্ত করে কঠুর শাস্তির আবেদন জানান।