আগরতলা, ১১ জানুয়ারি: বিশ্রামগঞ্জে বিজেপি ও কংগ্রেস ছেড়ে তিপরা মথা দলে যোগদান অব্যাহত রয়েছে। চড়িলাম বিধানসভায় তিপরা মথা যোগদান অব্যাহত রেখেছেন ব্লক চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা। শনিবার বিশ্রামগঞ্জ তিপরা মথা দলীয় কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয়।
শনিবার দুপুরে বিশ্রামগঞ্জ তিপরা মথা দলীয় কার্যালয়ে এক যোগদান সভার আয়োজন করা হয়। উক্ত যোগদান সভায় কংগ্রেস দল ত্যাগ করে তিপরা মথা দলে যোগদান করেন। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন তিপরা মথা চড়িলাম ব্লক চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা সহ স্থানীয় নেতৃত্বরা।
এদিনের যোগদান সভায় তিপরা মথা দলের দলীয় পতাকা দিয়ে দলত্যাগীদের দলে বরণ করে নেন উপস্থিত নেতৃত্বরা। আগামী দিনেও তিপরা মথা দলের এ যোগদান থাকবে বলে জানান ব্লক চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা।