ই-রিক্সা উল্টে আহত মাদ্রাসার ৮ ছাত্র

আগরতলা, ১১ জানুয়ারি: শনিবার দুপুরে ই-রিক্সা উল্টে আহত হয়েছে  মাদ্রাসার ৮ ছাত্র। এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর মহকুমার বটরসী এলাকায়। 

দমকলকর্মীরা জানিয়েছে, ধর্মনগর মহকুমার বটরসী এলাকা থেকে খবর আসে যে একটি ই-রিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়েছে। সাথে সাথে  ঘটনাস্থলে ছুটে যায় দমকল কর্মীরা।   সেখানে গিয়ে কর্মীরা দেখতে পায় ইরিক্সায় থাকা ৮ জন মাদ্রাসার ছাত্র গুরুতর আহত অবস্থায় পড়ে আছে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে ছাত্রদের উদ্ধার করে ধর্মনগরে জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। 

দুর্ঘটনাগ্রস্থ  ই- রিক্সা নম্বার হল টিআর০৫ইআর২১০৬ এবং আহত ছাত্ররা হল নাসিরউদ্দিন (২০), আলম উদ্দিন বয়স (১৪), আসাদুল রহমান (১৩), সেনাদ উদ্দিন( ১৫), সইবার রহমান (১৪), মাজান আলী বয়স ১১, রাহুল উদ্দিন বয়স ১২ এবং জুহাজিত উদ্দিন বয়স ২৩।বর্তমানে তাদের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *