আগরতলা, ১১ জানুয়ারি: ইংরেজদের পদলেহন করা ছিল কংগ্রেসের স্বভাব। স্বাধীনতার পরও দেশের মানুষের এটাই ছিল দুর্ভাগ্যের। আজ বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কংগ্রেসকে নিশানা করে তীব্র সমালোচনায় মুখর হলেন সাংসদ বিপ্লব কুমার দেব।
এদিন তিনি বলেন, জীবনে যিনি স্বপ্ন দেখতে জানেন তিনি জীবনে সফল হন। উদাহরণ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।আমি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলাম। তাই ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি স্বপ্ন দেখা অত্যন্ত জরুরি। আস সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে শিক্ষক শিক্ষিকা যেমন প্রয়োজন তেমনি অভিভাবক সহ ছাত্রের সাহসিকতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিন তিনি আরও বলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়েকে নতুন রূপে জানিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু দূর্ভাগ্যের বিষয় কংগ্রেস শাসনাকালে এই উদ্যোগ গ্রহন করা হয়নি।