মূল অভিযুক্তদের ধরছে না ইডি : জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১১ জানুয়ারি : মূল অভিযুক্তদের ধরছে না ইডি। রাজ্যে ইডির অভিযান প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই কথা বলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

প্রসঙ্গত সম্প্রতি ত্রিপুরার সাতটি স্থানে একযোগে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) হানা দিয়েছিল। মূলত, আর্থিক অনিয়ম ও মাদক পাচারের সঙ্গে যুক্ত সন্দেহভাজন ব্যক্তি ও সংস্থাগুলির বিরুদ্ধে এই অভিযান করা হয়েছিল।

বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর কথায়, রাজ্যে বহু নেতা রয়েছেন যারা আর্থিক অনিয়মের সাথে যুক্ত। তাদের বাড়িতেও ইডির হানা দেওয়া উচিত। এভাবে সাধারণ ব্যবসায়ী বর্গের বাড়িতে হানা দিলে মূল অভিযুক্তদের ধরা যাবে না।

তিনি আরো বলেন, এই ইডির অভিযান থেকেই বোঝা যাচ্ছে যে রাজ্যের আর্থিক অর্থনৈতিক শৃঙ্খলা এবং আইনের শাসন ধসে পড়েছে।

তিনি জোর দিতে বলেন, ইডির পক্ষ থেকে এই ধরনের অভিযান আরো হওয়া উচিত। তবে মূল অভিযুক্তরা যেন হাতছাড়া না হয় সেদিকেও নজর দিতে হবে। কারণ এখনো এসব কর্মকাণ্ডের সাথে জড়িত মূল অভিযুক্তদের ধরা হয়নি। তারা অবাধে নিজের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *