কুমারঘাট, ১১ জানুয়ারি : ‘রক্তদান মহৎ দান’ স্লোগানকে সামনে রেখে আজ ঊনকোটি জেলা বন আধিকারিক এর ব্যবস্থাপনায় কুমারঘাট DFO অফিসের কনফারেন্স হলে এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস।
এদিনের আয়োজিত রক্তদান শিবিরে বিধায়ক ভগবান চন্দ্র দাস ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক ডি.কে চাকমা, ঊনকোটি জেলার বন আধিকারিক কৃষ্ণ গোপাল রায়,
কুমারঘাট মহকুমা শাসক এন.এস চাকমা, টিএফডিসি কুমারঘাট ডিভিশনাল ম্যানেজার নিশিত চক্রবর্তী, এসডিএফও কৈলাসহর এইচ রিয়াং, এসডিএফও কুমারঘাট অমিত দও সহ বনদপ্তরের অন্যান্য আধিকারিবৃন্দরা। অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আয়োজক কমিটির এই কর্মকর্তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের এই উদ্যোগের প্রশংসা করেছেন। পাশাপাশি এই ধরনের সামাজিক কর্মকাণ্ডকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের কাছে বার্তা রাখেন সম্মানিত অতিথিরা।
উদ্যোক্তারা জানিয়েছেন, ঊনকোটি জেলা বন আধিকারিক এর উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে ফ্রন্টলাইন ফরেস্ট স্টাফের মোট ৩০ জন রক্তদান করেছেন।