আগরতলা, ১১ জানুয়ারি: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে নির্মাণ কাজে ব্যবহৃত জেসিবি। নাশকতার আগুনে পুড়েছে ওই জেসিবিটি বলে প্রাথমিক ধারণা মালিকের। শুক্রবার গভীর রাতে বিলোনিয়া ঋষ্যমুখ ব্লকের ধনঞ্জয় নগরের শ্যামলী বাজার এলাকায় ওই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জেসিবির মালিক জানিয়েছেন, গত ১৫ দিন ধরে বিলোনিয়া ঋষ্যমুখ ব্লকের ধনঞ্জয় নগরের শ্যামলী বাজার এলাকায় নির্মাণ কাজ চলছি। ওই নির্মাণ কাজে ব্যবহৃত জেসিবিতে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। আজ সকালে এলাকাবাসীরা আগুন লাগার দৃশ্য দেখতে পেয়ে মালিককে খবর পাঠিয়েছেন। সাথে সাথে তিনি দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।