ধর্মনগর, ১১ জানুয়ারি : আজ সকালে ধর্মনগর মহকুমাধীন রানী বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বন কর্মীরা অভিযান চালায়। তাদের এই ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। কিন্তু কাঠ মাফিয়াকে ধরতে পারেনি বন কর্মকর্তাগণ।
কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাস বলেন, গোপন সূত্রে বন দপ্তরের কাছে খবর আসে, তাই ভারত-বাংলা ও ত্রিপুরা-অসম সীমান্তের রানিবাড়ি গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ডের আব্দুল সাত্তারের বাড়িতে অভিযান চালানো হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, এই অভিযানে ৭০ ফুট চোরাইঘাট উদ্ধার হয়। তবে ঝটিকা অভিযানের আঁচ পেয়ে বাড়ি মালিক তথা কাঠ মাফিয়া গা ঢাকা দিতে সক্ষম হয়। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা নিয়েছে বনদফতরের আধিকারিকরা।