নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): রবিবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। এই উপলক্ষ্যে গোটা দিন তরুণ বন্ধুদের সঙ্গে কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী শনিবার নিজেই জানিয়েছেন, “আমি বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৫-এ আমার তরুণ বন্ধুদের সঙ্গে গোটা দিন কাটাব। কথোপকথন এবং মধ্যাহ্নভোজনের মাধ্যমে আমরা বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব।”
প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে আরও জানিয়েছেন, “ভারতের যুবশক্তির প্রতি শ্রদ্ধা। আগামীকাল, ১২ জানুয়ারি, খুবই বিশেষ একটি দিন, কারণ এটি স্বামী বিবেকানন্দের জয়ন্তী। এই উপলক্ষ্যে আমি বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৫-এ আমার তরুণ বন্ধুদের সঙ্গে গোটা দিন কাটাব।”