নাগপুর, ১১ জানুয়ারি (হি.স.): ইন্ডি জোটের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় বিভিন্ন দলের নেতারা। এমতাবস্থায় উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত বলেছেন, ইন্ডি জোটকে টিকিয়ে রাখা কংগ্রেসের দায়িত্ব। শনিবার নাগপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, “ইন্ডি জোটকে বাঁচানোর দায়িত্ব কংগ্রেসের। কংগ্রেসই সবচেয়ে বড় দল। এটা সত্য যে, লোকসভা নির্বাচনের জন্য ইন্ডি জোট গঠিত হয়েছিল এবং নির্বাচনের পরে ইন্ডি জোটের একটি বৈঠকও হয়নি।”
সঞ্জয় রাউত আরও বলেছেন, “এই বৈঠক না ডাকার জন্য কংগ্রেসও দায়ী। আমরা এখনও পর্যন্ত ইন্ডি জোটের আহ্বায়ক ঘোষণা করতে পারিনি, যদি আমাদের একটি শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়, তবে আমাদের এই সমস্ত বিষয় মাথায় রাখতে হবে।”