নয়াদিল্লি, ১১ জানুয়ারি (হি.স.): হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে রাজধানী দিল্লি, মাত্রাতিরিক্ত ঠান্ডায় জবুথবু অবস্থা। এরইমধ্যে বিগত কয়েকদিন ধরে কুয়াশার দাপট ক্রমশই বাড়ছে। শনিবারও কুয়াশার দাপটে দিল্লিতে শূন্যে নামল দৃশ্যমানতা। এতটাই কুয়াশা ছিল যে ট্রেন চলাচল প্রভাবিত হয়েছে। দৃশ্যমানতার অভাবে ভোরের দিকে গাড়িও চলেছে অত্যন্ত মন্থর গতিতে। দৃশ্যমানতার অভাবে নতুন দিল্লি রেল স্টেশনে ট্রেন পরিষেবা প্রভাবিত হয়েছে।
শুধুমাত্র দিল্লি নয়, হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে উত্তর প্রদেশও। শনিবার শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি ছিল কানপুরে, সেখানে হালকা কুয়াশা ছিল। উত্তর প্রদেশের প্রয়াগরাজ, বারাণসী সর্বত্রই শীতে কাঁপছে।