বিশ্রামগঞ্জ, ১০ জানুয়ারি : বিশ্রামগঞ্জ বাজারে প্রশাসনিক অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবার সামগ্রী উদ্ধার করা হয় বিভিন্ন দোকান থেকে। দীর্ঘদিন যাবৎ বিশ্রামগঞ্জ বাজারে মেয়াদোত্তীর্ণ সামগ্রী বিক্রি করা হচ্ছে গ্রাহকদের কাছে। এমনই অভিযোগ ছিল।
একাধিক দোকানের বিরুদ্ধে এই অভিযোগ পেয়ে শুক্রবার দুপুরে বিশ্রামগঞ্জ বাজারে একাধিক দোকানে অভিযান চালায় ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে খাদ্য দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এই দিনে একাধিক দোকানে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ প্রচুর সামগ্রী উদ্ধার করা হয়েছে।
পাশাপাশি একাধিক দোকানের বিরুদ্ধে জরিমানাও করা হয়েছে। সমস্ত গ্রাহকদের কোন জিনিস ক্রয় করার আগে তার মেয়াদ শেষের তারিখ দেখে জিনিসপত্র ক্রয় করার আহ্বান জানিয়েছেন আধিকারিকরা।