নয়াদিল্লি, ১০ জানুয়ারি: মূলধনী ব্যয় বাড়াতে এবং উন্নয়ন ও কল্যাণমূলক ব্যয় মেটাতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির জন্য ১,৭৩,০৩০ কোটি টাকার কর হস্তান্তর করেছে। যার মধ্যে ত্রিপুরা ১২২৫.০৪ কোটি টাকা পেয়েছে। আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রক থেকে এক বিবৃতি জারি এমনটাই জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সরকার আজ রাজ্য সরকারসমূহের জন্য ১,৭৩,০৩০ কোটি টাকার কর রাজস্ব হস্তান্তর করেছে। যেখানে গত ডিসেম্বরে ৮৯, ০৮৬ কোটি টাকার রাজস্ব কর হস্তান্তর করা হয়েছিল। এই অধিকতর মূল্যের অর্থ সহায়তা রাজ্যসমূহের মূলধন ব্যয় ত্বরান্বিত করতে এবং উন্নয়ন ও কল্যাণ সম্পর্কিত খরচ করার জন্য রাজ্যসমূহকে সাহায্য করবে।
তথ্যে জানা গিয়েছে, রাজ্যভিত্তিক কর ভর্তুকি প্রদানে অন্ধপ্রদেশ ৭০০২.৫২ কোটি টাকা পেয়েছে। তেমনি, অরুণাচল প্রদেশ ৩০৪০.১৪ কোটি টাকা, অসম ৫৪১২.৩৮ কোটি টাকা, বিহার ১৭৪০৩.৩৬ কোটি টাকা, ছত্তিসগড় ৫৮৯৫.১৩ কোটি টাকা, গোয়া ৬৬৭.৯১ কোটি টাকা পেয়েছে। তাছাড়া, গুজরাট ৬০১৭.৯৯ কোটি টাকা, হরিয়ানা ১৮৯১.২২ কোটি টাকা, হিমাচল প্রদেশ ১৪৩৬.১৬ কোটি টাকা, ঝাড়খণ্ড ৫৭২২.১০ কোটি টাকা, কর্ণাটক ৬৩১০.৪০ কোটি টাকা, কেরালা ৩৩৩০.৮৩ কোটি টাকা, মধ্যপ্রদেশ ১৩৫৮২.৮৬ কোটি টাকা, মহারাষ্ট্র ১০৯৩০.৩১ কোটি টাকা, মণিপুর ১২৩৮.৯০ কোটি টাকা।
তেমনি, রাজ্যভিত্তিক কর ভর্তুকি প্রদানে মেঘালয় ১৩২৭.১৩ কোটি টাকা, মিজোরাম ৮৬৫.১৫ কোটি টাকা, ন্যাগাল্যান্ড ৯৮৪.৫৪ কোটি টাকা, ওড়িশা ৭৮৩৪.৮০ কোটি টাকা, পাঞ্জাব ৩১২৬.৬৫ কোটি, রাজস্থান ১০৪২৬.৭৮ কোটি টাকা, সিকিম ৬৭১.৩৫ কোটি টাকা, তামিলনাড়ু ৭০৫৭.৮৯ কোটি টাকা, তেলেঙ্গানা ৩৬৩৭.০৯ কোটি টাকা, ত্রিপুরা ১২২৫.০৪ কোটি টাকা, উত্তরপ্রদেশ ৩১০৩৯.৮৪ কোটি টাকা, উত্তরাখণ্ড ১৯৩৪.৪৭ কোটি টাকা এবং পশ্চিমবঙ্গ ১৩১৭.০৬ কোটি টাকা পেয়েছে।