আগরতলা, ৫ জানুয়ারি : আজ রাজধানী আগরতলা স্থিত সুকান্ত একাডেমিতে ত্রিপুরা ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনের ১০-তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন এিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাননীয় মন্ত্রী সুধাংশু দাস ও প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সম্মানিত অধিকর্তা নিরাজ কুমার চঞ্চল, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা।
ভেটেনারি ডক্টর অ্যাসোসিয়েশনের ১০-তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রদীপ প্রজ্বলন মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করে মন্ত্রী সুধাংশু। আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস প্রাণী সম্পদ বিকাশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কথা বলেন। পাশাপাশি তিনি কর্মচারীদের বদলি প্রসঙ্গেও কথা বলেন।
মন্ত্রী স্পষ্ট বক্তব্যে বলেন, অ্যাসোসিয়েশন থেকে কখনো পলিটিক্যাল বদলি করা হয় না। কারণ আগরতলায় বসে কখনো কোনো আধিকারিক বলতে পারবে না রাজ্যের অন্য অংশে থাকা কর্মচারী শাসক বিরোধী না সমর্থক। সেরা ওই বিধানসভা অঞ্চলের মন্ডল সভাপতি বলতে পারেন। তাই এক্ষেত্রে অ্যাসোসিয়েশন দায়বদ্ধ নয়।