বাঁকুড়া, ১৩ মার্চ (হি.স.) : কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা সংস্থার কর্মচারীদের বর্ধিত ভাতা প্রদান, অবিলম্বে দুই বছর ধরে বন্ধ থাকা বার্ষিক ভাতা পুনরায় চালু, কর্মচারীদের পূজা বোনাস সহ বিভিন্ন দাবিতে আজ এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট সিস্টেম স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ডেপুটি ডিরেক্টর এগ্রিকালচারের দফতরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
বিক্ষোভরত কর্মীদের অভিযোগ, গত ৭ বছর ধরে প্রতিটি ব্লকে কাজ করা সত্বেও তাঁরা কেউই ইনক্রিমেন্ট পাননা এবং পূজা বোনাসও পাননা।দাবি না মানলে আগামীদিনে আন্দোলনের হুমকিও দিয়েছেন তাঁরা।