নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট।। বিদ্যুতের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করলেন ক্ষুব্দ জনতা।ঘটনা পানিসাগর বিধানসভা কেন্দ্রের নোয়াগাঙ্গ এলাকায়।বিদ্যুৎ চপলতায় রীতিমতো নাজেহাল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের পানিসাগর সহ পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য দীর্ঘদিন ধরেই স্থানীয় ভোক্তারা বিদ্যুৎ নিগমের কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছেন। কিন্তু সমস্যা সমাধানের তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ফলে ক্ষোভে ফুঁসছেন বিদ্যুৎ ভোক্তারা। বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে পানিসাগর বিধানসভা কেন্দ্রের নোয়াগাঙ্গ এলাকায় টায়ার জ্বালিয়ে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হোন ভোক্তারা। অবরোধের খবর পেয়ে ছুটে আসেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। বাগবাসা পুলিশের আশ্বাসে অবশেষে পথ অবরোধ প্রত্যাহার করা হয়।
ঘটনার বিবরণে প্রকাশ, নোয়াগাঙ্গ এলাকায় দীর্ঘ দুই বছর যাবত বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয় জনগণ। ঝিরিঝিরি হাওয়া অথবা সামান্য বৃষ্টির পড়লেই বিদ্যুতের লুকোচুরি শুরু হয়ে যায়। একদিকে তীব্র গরম তো আবার অন্যদিকে বিদ্যুৎ এর চরম যন্ত্রণা। এলাকার হাজারের অধিক পরিবারের জনগণ ধৈর্যের সীমা হারিয়ে সকলে একত্রিত হয়ে বিদ্যুতের সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আসাম আগরতলা ৮ নং জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ শুরু করেন। রবিবার বিকেল চারটা থেকে রাত প্রায় বারোটা পর্যন্ত চলে স্হানীয়দের পথ অবরোধ।টানা আট ঘন্টা পথ অবরোধের পর স্থানীয় বাগবাসা আউট পোস্টের পুলিশ প্রতিবাদকারী জনগণকে আশ্বস্ত করেন যে, বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
পুলিশের আশ্বাসে আশ্বস্ত হয়ে অবশেষে রাত বারোটা নাগাদ জাতীয় সড়ক অবরোধকারী জনগণ তাদের পথ অবরোধ প্রত্যাহার করেন। এদিকে উত্তেজিত অবরোধকারী জনগণ জানান, যদি পুলিশের আশ্বাস মত বিদ্যুৎ দপ্তরের এসডিও ঘটনাস্থলে এসে নোয়াগাঙ্গ এলাকার বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান না করেন,তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে সামিল হবে উক্ত এলাকার জনগণ । অবরোধকারীরা আরো বলেন,পিছিয়ে পড়া নোয়াগাঙ্গ এলাকাতে বিদ্যুৎ দপ্তরের আউট গ্যাঙ্গ এবং বিদ্যুৎ দপ্তর এর স্থায়ী কর্মী মোতায়ন করুক সংশ্লিষ্ট দপ্তর। টানা আট ঘন্টা জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধ স্হলের দুইপাশে পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। ফলে যাত্রী দুর্ভোগ দেখা দেয় চরমে।