টোকিও, ২৯ আগস্ট (হি.স.): টোকিও প্যারালিম্পিক্সে দেশকে গর্বিত করলেন ভাবিনাবেন প্যাটেল। তৈরি করলেন ইতিহাস। টেবিল টেনিসে রুপো জিতেছেন ভাবিনা, এখনও পর্যন্ত ভাবিনার রুপোই এবারের প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে আসা প্রথম পদক। রবিবার চিনের ঝৌ ইংয়ের বিরুদ্ধে ফাইনালে স্ট্রেট গেমে হেরে গেলেন ভাবিনাবেন। খেলার ফল ০-৩ (৭-১১, ৫-১১, ৬-১১)।
প্রথম গেমে ৭-১১ ব্যবধানে হেরে যান ভাবিনা। চিনের ঝৌ ইং প্রথম গেম থেকেই দাপট দেখাতে শুরু করেন। একের পর এক পয়েন্ট হারাতে থাকেন তিনি। দ্বিতীয় গেমেও শুরু থেকেই দাপট ছিল ঝৌ ইংয়ের। ৫-১১ ব্যবধানে সেই গেম হেরে যান ভাবিনাবেন। এরপর ৬-১১ ব্যবধানে শেষ গেম হেরে যান ভাবিনা। ফাইনালে হারলেও ভারতকে রুপো এনে দিয়েছেন ভাবিনা প্যাটেল। ভাবিনা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের মেহসানায় ভাবিনার পরিজনরাও আনন্দে মেতে উঠেছেন।