নয়ডা, ২৮ আগস্ট (হি.স.): উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় আগুন লাগল একটি কাগজের মিলে। শনিবার সকালে নয়ডার (কাসনার ৫ সাইট এলাকা) আর এস পেপার মিলে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবনের পাওয়ার পর আগুন নেভাতে পৌঁছয় দমকলের প্রায় ১২টি ইঞ্জিন। দমকল আসার আগেই মিলের ভিতরে থাকা প্রচুর কাঁচামাল পুড়ে ছাই হয়ে গিয়েছে।
দমকল অফিসার অরুণ কুমার সিং জানিয়েছেন, শনিবার সকালে কাসনার ৫ সাইট এলাকায় অবস্থিত আর এস পেপার মিলে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে মিলের গ্রাউন্ড ফ্লোরে, সেখানে প্রচুর পরিমানে কাঁচামাল মজুত ছিল। আগুনের লেলিহান শিখায় সমস্ত কিছু পুড়ে গিয়েছে। একটি টিনের ছাউনি ভেঙে পড়ায় কিছু সময়ের জন্য আগুনে নেভাতে সমস্যা হয়, পরে দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।