নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ আগস্ট।। দেবরের শ্বশুরবাড়ির লোকদের হাতে মারধরের শিকার এক সংখ্যালঘু গৃহবধূ।ঘটনার বিবরণে জানা যায় আজ থেকে পাঁচ বছর আগে মুসলিমদের ধর্ম নীতি মেনে বিয়ে হয়েছিল তাসলিমা আক্তারের সাথে জুটন মিয়া। তাসলিমা আক্তারের বাড়ি উত্তর চরিলাম খামারবাড়ি জুটন মিয়া বাড়ি বিশালগড় থানা দিন কদমতলী এলাকায়।
তাসলিমা আখতারের অভিযোগ তার একটি শিশু সন্তান রয়েছে অপরদিকে তিন মাসের শিশু সন্তান রয়েছে। অপরদিকে তাসলিমা আক্তার অন্তঃসত্ত্বা রয়েছে সে অন্তঃসত্ত্বাকে ঘিরে দেবরের শ্বশুরবাড়ির লোকজন মুসা মিয়া , হানিফ মিয়া সহ দশ বার জন মিলে চালায় আক্রমণ চালায়। তাসলিমা আক্তারের পেটের সন্তান কে নষ্ট করে দেবার জন্য দেবরের শ্বশুরবাড়ির লোকজন আক্রমণ চালায় তাসলিমা আক্তার এর উপর সেই আক্রমণ সহ্য না করতে পেরে মঙ্গলবার তাসলিমা আক্তারের পরিবার দ্বারস্থ হয়েছেন বিশালগড় মহিলা থানায়।
তাদের অভিযোগ দেবরের শ্বশুরবাড়ির লোকজন তাসলিমা আক্তারের যে অন্তঃসত্ত্বা হয়েছিল তা নষ্ট করে দেবার জন্য আক্রমণ চালায় আজ দ্বারস্থ হয়েছেন বিশালগড় থানা । দেবরের শ্বশুরবাড়ির লোকজনের নাম ধাম দিয়ে বিশালগড় মহিলা থানায় একটি লিখিত এফআইআর দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ তাসলিমা আক্তার ও তার পরিবার। এখন দেখার বিষয় বিশালগড় থানার পুলিশ অভিযুক্ত বিরুদ্ধে কি ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে আছে উত্তর চরিলাম খামার বাড়ির লোকজন।