Dismissed teachers at Shiksha Bhavan : ব্যাংক ঋণের কিস্তির টাকা স্থগিত রাখার দাবিতে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা শিক্ষাভবনে ডেপুটেশন দিলেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।। চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের স্থায়ী পদে নিয়োগ, যাদের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেকের পরিবারে সরকারি চাকরি প্রদান এবং ব্যাংক ঋণের কিস্তির টাকা স্থগিত রাখার দাবিতে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা সোমবার শিক্ষাভবনে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন।


চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের পুনরায় নিয়োগসহ অন্যান্য দাবিতে সোমবার আগরতলায় শিক্ষাভবনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন প্রদান করা হয়। পশ্চিম জেলা ভিত্তিক এই ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান উপলক্ষে আয়োজিত প্রতিবাদ-বিক্ষোভের বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেত্রী ডালিয়া দাস বলেন, চাকরিচ্যুত শিক্ষকদের পরিবার খুবই দুর্বিষহ অবস্থায় দিন যাপন করছে। এখনো পর্যন্ত অবসাদগ্রস্ত হয়ে ,অসুস্থ হয়ে ১০০৬ জনের মৃত্যু হয়েছে। আরো অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসা করানোর মতো আর্থিক সংস্থান নেই। ছেলেমেয়েদের পঠন-পাঠন স্তব্ধ হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দুমুঠো অন্নের সংস্থান নেই। ব্যাংক থেকে যারা তাদের নিয়েছিলেন তাদের বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা হচ্ছে। গ্যারান্টারদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। ঋণের দায়ে বাড়িঘর ক্রোক করার উদ্যোগ নেয়া হচ্ছে।

রাতে আরও জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। উদ্ভূত পরিস্থিতিতে চাকুরিচ্যুত শিক্ষকদের অবিলম্বে স্থায়ী পদে চাকুরীতে নয়োগ এবং চাকরি না পাওয়া পর্যন্ত ব্যাংকের ঋণের কিস্তির টাকা মিটিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি না করা এবং গ্যারান্টার দের কাছ থেকে টাকা কেটে না নেওয়ার দাবি জানানো হয়েছে। এসব বিষয় নিয়ে তারা বহুবার রাজ্যের উপমুখ্যমন্ত্রী দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করার জন্য সময় চেয়ে ব্যর্থ হয়েছেন তারা। তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। সে কারণে বাধ্য হয়ে তারা প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন।
অবিলম্বে চাকরিচ্যুত শিক্ষকদের পুনরায় নিয়োগের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন হুঁশিয়ারি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *