নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট।। বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরের কর্নেল চৌমুহনীতে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করা হয়।একদিকে করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে মানুষের আর্থিক অবস্থা তলানিতে এসে ঠেকেছে। দেশের কলকারখানাসহ সমগ্র ক্ষেত্রেই কাজের চাহিদা অনেকটাই কমে গেছে। ফলে বিশেষ করে শ্রমিক অংশের মানুষ আরো অসহায় হয়ে পড়েছেন। কর্মহীন এসব মানুষজন পরিবার প্রতিপালন করতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন। মধ্যপ্রদেশের ভূপালে শ্রমিক অংশের মানুষ কাজের দাবিতে আন্দোলনে সামিল হয়েছেন।
আন্দোলনরত শ্রমিক শ্রেণীর মানুষ জনের ওপর পুলিশ নির্মম ভাবে অত্যাচার চালিয়েছে। পুলিশের অত্যাচার এর তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজধানীর আগরতলা শহরে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করা হয়। আন্দোলন কর্মসূচিতে শামিল হয় সংগঠনের নেতৃবৃন্দ বলেন,মধ্যপ্রদেশের ভূপালে কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের বর্বরতার প্রতি ধিক্কার জানিয়ে এবং অবিলম্বে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সকল শূন্য পদ পূরণের দাবিতে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অরগানাইজেশনের উদ্যোগে কর্নেলচৌমুনী বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। দেশের অন্যান্য রাজ্য এ ধরনের আন্দোলন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ। কেন্দ্রীয় সরকার দেশের শ্রমিক অংশের মানুষের কর্মসংস্থানের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।