The High Court did not grant : সরকারী কাজে বাধা দেওয়ার মামলা বাতিলের আবেদন মঞ্জুর করেনি হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অগাস্ট।। পুলিশের দায়ের স্বত:প্রনোদিত মামলা বাতিলের তৃণমূল নেতা সুবল ভৌমিকের আবেদন মঞ্জুর করেনি ত্রিপুরা হাই কোর্ট। বরং দুই সপ্তাহের মধ্যে আদালতে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য নোটিশ দিয়েছে উচ্চ আদালত। সাথে এডভোকেট জেনারেলকে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা করার জন্য মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদেশনামা আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এ এ কুরেশী।


প্রসঙ্গত, গত ৮ আগস্ট খোয়াই থানায় ঢুকে কোভিড বিধি লঙ্ঘনের দায়ে গ্রেফতার ১৪ জন তৃণমূল কর্মীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দিয়েছিলেন দলের সর্ব ভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলীয় নেতৃবৃন্দ। তাঁরা টেবিল চাপড়িয়ে পুলিশকে চোখ রাঙানি দিয়েছেন। কিন্ত, পুলিশ ধৈর্য্য সহকারে সমস্ত পরিস্থিতি মোকাবিলা করেছেন। পুলিশের কাজে বাধা দেওয়ার অপরাধে তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ১৮৬ ধারায় মামলা রুজু হয়েছে। খোয়াই পুলিশ তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ দোলা সেন, পশ্চিমবঙ্গের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু, কুণাল ঘোষ, ত্রিপুরায় তৃণমূল নেতা সুবল ভৌমিক এবং প্রকাশ দাসের বিরুদ্ধে সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে মামলা দায়ের করেছে।


ওই মামলা বাতিল চেয়ে ত্রিপুরা হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন তৃণমূল নেতা সুবল ভৌমিক। তাঁর অভিযোগ, সম্পুর্ন রাজনৈতিক উদ্দেশ্যে তাঁদের বিরুদ্ধে মামলা নিয়েছে পুলিশ। জামিন যোগ্য ধারায় নথিভুক্ত মামলায় খোয়াই থানার পুলিশ ১৪ জন তৃণমূল কর্মীকে থানা থেকে জামিন দেননি। এর পেছনেই রাজনৈতিক উদ্দেশ্য জড়িত রয়েছে। তাই তিনি ওই মামলা বাতিলের আবেদন জানিয়েছেন।


উচ্চ আদালত এদিন উভয়পক্ষের বক্তব্য শুনে আগামী ২ সেপ্টেম্বর ওই মামলা পরবর্তী শুনানির ধার্য্য করেছে। ওই সময়ের মধ্যে পুলিশ তদন্ত কার্য চালিয়ে যাবে। তবে, উচ্চ আদালতে রিপোর্ট জমা দেওয়ার পূর্বে চূড়ান্ত রিপোর্ট মেজিস্ট্রেট আদালতে জমা দেওয়া যাবে না। সাথে খোয়াই থানায় মামলার সম্পুর্ন নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *