The spiritual relationship of the poet with Tripura : ত্রিপুরার সাথে কবিগুরুর আত্মিক সম্পর্ক ও তাঁর বিভিন্ন সৃষ্টি আমাদের সাংসৃকতিক চর্চাকে আরও সমৃদ্ধ করেছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রদর্শিত পথকে প্রত্যেকের জীবনে রপ্ত করতে পারলেই কবিগুরুর প্রতি প্রক’ত শ্রদ্ধা নিবেদন করা হবে৷ ত্রিপুরার মাটির সঙ্গে কবিগুরুর আত্মিক সম্পর্ককে মরণ করে তাঁর পাণ্ডিত্য, কর্মনিষ্ঠা, সঙ্গীত, সাংস্ক’তিক সমৃদ্ধতাকে যত বেশি এই সমাজ ব্যবস্থায় লাগু করা যাবে জাতি জনজাতির এই মিলনস্থল আরও সমৃদ্ধ হবে৷ আজ তথ্য ও সংস্ক’তি দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবাষির্কী ভবনের ২নং প্রেক্ষাগৃহে আয়োজিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিন কবিগুরুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা’লি নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা৷ মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার সাথে কবিগুরুর আত্মিক সম্পর্ক ও তাঁর বিভিন্ন সৃষ্টি রাজ্যের কলা এবং সাংস্ক’তিক চর্চাকে আরও সমৃদ্ধ করেছে৷


অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, শুধুমাত্র পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে কোনও রাজ্যের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয়৷ তাঁর সাথে জরুরি ভারতীয় সংস্ক’তির বিকাশ৷ আমাদের সাংস্ক’তিক চর্চা প্রত্যেককে একসূত্রে বেঁধে রাখে৷ এই একতাই রাজ্যের সর্বাঙ্গীন উন্নয়নে আরও গতি স’ার করে৷ বিগত দিনে রাজ্যে একটি অন্য বিচারধারাকে অধিক প্রাধান্য দেওয়া হতো৷ সরকার রাজ্যে সাংস্ক’তিক চর্চার বিকাশে অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ মুখ্যমন্ত্রী আরও বলেন, বিগত দিনে রাজ্যে অন্য একটি বিচারধারাকে অধিক প্রাধান্য দেওয়া হয়েছিলো৷ ফলে কবিগুরুর মতো ব্যক্তিত্বদের জীবনী অবলম্বনে প্রকাশিত চটি বইয়ের উপলব্ধতা রাজ্যে হাস পেয়েছে৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের কোভিড আক্রান্তদের চিকিৎসা করার ফলে একটি নির্দিষ্ট নিয়মে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিলো৷ সেই সময়ে তাদের হাতে রবীন্দ্রনাথ ও বিভিন্ন মনীষী ও বিশিষ্ট ব্যক্তিদের জীবনী ও তাদের সাহিত্য অবলম্বনে বিভিন্ন বই তাদের হাতে তুলে দেওয়ার প্রয়াস নেয় সরকার৷ সেই সময়েই দেখা যায় রাজ্যের বাজারে ভারতীয় সভ্যতা সংস্ক’তি এবং মনীষীদের জীবনী অবলম্বনে বইয়ের সংখ্যা অপ্রতুল৷
মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সভ্যতা সংসৃতির সাথে যোগাযোগ নেই এমন বিশেষ কিছু বই রাজ্যের পাওয়া যেত৷ রবীন্দ্রনাথের মতো মনীষীদের চিন্তন এবং ভাবনার বিকাশ জনমানসে প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে এই ধরনের বইয়ের রাজ্যে অপ্রতুলতার পেছনে কি কারণ রয়েছে তা অনুধাবন করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ কিন্তু বর্তমান রাজ্য সরকার সাংস্ক’তিক চর্চার বিকাশ ও প্রসারে অধিক গুরুত্ব দিয়েছে৷ বর্তমান ই-বুক এবং ডটকমের যুগেও বইয়ের চাহিদা হাস পাওয়ার সুুযোগ নেই৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সংস্ক’তিকে বিশ্বের সামনে তুলে ধরতেও অনবদ্য অবদান রেখেছিলেন স্বামী বিবেকানন্দও৷ যুবকদের শারীরিক সুুস্থতার লক্ষ্যে ফুটবল খেলার প্রতি তিনি বেশি আগ্রহ প্রকাশ করেছিলেন৷ স্বামী বিবেকানন্দ ছিলেন আধুনিক মানসিকতা সম্পন্ন সন্ন্যাসী৷


মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয়রা সর্বধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল৷ ক্ষমা সুুন্দর উদার মানসিকতা ভারতীয় সংস্ক’তির পরিচয়৷ ভারতীয় এই সংস্ক’তিকে মেলে ধরার ক্ষেত্রে নিজের সাংস্ক’তিক কর্মকাণ্ডের মাধ্যমে বিশেষ ভূমিকা নিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর৷ একটি সুুস্থ সমাজ গড়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাংস্ক’তিক চর্চার৷ এক্ষেত্রে উন্নয়নের শিখরে ত্রিপুরাকে নিয়ে যেতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন মুখ্যমন্ত্রী৷ ত্রিপুরার সঙ্গে রবীন্দ্রনাথের নিবিড় যোগ থাকার পেছনে বিশেষ ভূমিকা ছিলো রাজাদের৷ বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর কবিগুরুকে ’ভারত ভাস্কর’ সম্মানে ভূষিত করেছিলেন৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য ও সংস্ক’তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সচিব কিরণ গিত্যে বলেন, আয়তনের দিক দিয়ে ত্রিপুরা ছো- হতে পারে৷ কিন্তু সংস্ক’তি ও সাহিত্য চর্চায় ত্রিপুরার ব্যাপ্তি অনেক৷ সাংস্ক’তিক চর্চা ও সাহিত্যের বিকাশে ত্রিপুরার রাজারা ছিলেন আন্তরিক৷ বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়কে সহায়তা সহ বিভিন্ন বি’ানী ও সাহিত্যিকদের চর্চায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন ত্রিপুরার রাজারা৷ ত্রিপুরা নিয়ে রবীন্দ্রনাথের লেখা রাজর্ষি, বিসর্জন, মুকুটের মতো বিভিন্ন সৃষ্টি রাজ্যে সাংস্ক’তিক পরিমণ্ডলকে আরও সমৃদ্ধ করেছে৷ এদিনের অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যভিত্তিক সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুভাষ দেব, ত্রিপুরা স্টেট হায়ার এডুকেশন কাউন্সিলের চেয়ারম্যান অরুণোদয় সাহা, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী কমল বরণ চক্রবর্তী, তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *