নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৮ আগস্ট৷৷ যান দুর্ঘটনা আহত হয়েছেন দুইজন৷ ঘটনার বিশালগড় থানার অন্তর্গত সিপাহীজলা নৌকাঘাট এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় উদয়পুর থেকে দুই বন্ধু অজয় দাস ও প্রসেনজিৎ পাল বাইক চেপে আগরতলা বাড়ির উদ্দেশ্যে যাবার পথে একটি মারুতি গাড়ি নৌকাঘাট এলাকায় ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে দুই বন্ধু৷ প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের৷ তারা ছুটে গিয়ে আহত ২ যুবককে রক্তাক্ত অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এদিকে জানা যায় আহতদের মধ্যে প্রসেনজিৎ পালের অবস্থা খুবই আশঙ্কাজনক৷ বিশালগড় মহকুমা হাসপাতালের চিকিৎসক প্রসেনজিৎ পালকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷ এদিকে জানা যায় দুজনের বাড়ি আগরতলা ভট্ট পুকুর এলাকায়৷
ফেরা যান দুর্ঘটনা আহত এক বৃদ্ধ বয়স্ক লোক৷ ঘটনা বিশালগড় বিডিও অফিসের সামনে৷ ঘটনার বিবরণে জানা যায় রবিবার ৭ঃ৩০ মিনিট নাগাদ নারায়ন আচার্য (৭০) রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সময় একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ বাড়ির লোকজনের৷ কি গাড়ি ধাক্কা দিয়েছে তা সঠিক বলতে পারছেন না৷বর্তমানে বিশালগড় মহাকুমা হাসপাতাল থেকে জিবিপি হাসপাতালে রেফার করা হয়৷