নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ আগস্ট৷৷ কৈলাসহরের সোনামুড়া এলাকায় জামাইবাবুর ছুড়ির আঘাতে আক্রান্ত দুই শ্যালক৷ ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার কৈলাসহর পুর পরিষদের সোনামুড়া ১৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা দিবাকর মালাকার পেশায় একজন টেইলার৷ ঐ এলাকায় বিগত প্রায় ১৫ বছর আগে বিয়ে করেন দিবাকর মালাকার৷
উনার ছেলে সন্তান না হওয়াতে প্রথম স্ত্রীকে রেখে সামাজিক রীতিনীতি মেনে উনার একমাত্র শ্যালীকাকে দ্বিতীয় বিয়ে করেন৷ দুই স্ত্রী এবং এক কন্যা সন্তানকে নিয়ে সুখে চলছিল উনার সাংসারিক জীবন৷ প্রায় এক বছর আগে উনার প্রথম স্ত্রী মারা যান৷ বিয়ে পাগল দিবাকর বাবু আবারও নতুন করে নতুন রাজকুমারি চান৷ গত ছয় মাস ধরে বর্তমান স্ত্রীর উপর দৈহিক ও মানসিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন৷ গতকাল রাতে অত্যাচারের মাত্রা বৃদ্ধি পায়৷
স্ত্রী মৃত্যুভয়ে বাড়ির বেড়া টপকে কিছুদূরে উনার কাকার বাড়িতে গিয়ে রাত এগারোটা নাগাদ আশ্রয় নেয়৷ দিবাকর বাবু ধারালো ছুরি নিয়ে পিছু ধাওয়া করে ওনার কাকার বাড়িতে গিয়ে ওঠেন এবং আবারও স্ত্রীর ওপর বেধড়ক মারপিট শুরু করেন৷ তখন উনার দুই শ্যালক ঘর থেকে বেরিয়ে আসলে দিবাকর বাবু ধারালো ছুরি নিয়ে দুই শ্যালকের উপর ঝাঁপিয়ে পড়েন এবং ছুরি দিয়ে আঘাত করে৷
এতে গুরুতর আহত হয় দুই শ্যালক৷এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৈলাশহর থানার পুলিশ৷ ঘটনাস্থল থেকে ওই দুই যুবককে ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়৷ ঘটনাস্থল থেকে অভিযুক্ত দীপঙ্কর মালাকারকে কৈলাশহর থানার পুলিশ গ্রেপ্তার করে কৈলাশহর থানায় নিয়ে আসে৷ এই ঘটনার বিষয়ে কৈলাশহর থানায় একটি মামলায় লিপিবদ্ধ হয়৷ কৈলাশহর থানার পুলিশ দিবাকর মালাকারকে আদালতে সোপর্দ করেছে৷