নিজস্ব প্রতিনিধি, উদয়পুর/তেলিয়ামুড়া, ৩ আগস্ট৷৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফেল করা ছাত্রদের তুমুল বিক্ষোভ আন্দোলন চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়৷ রাজধানী আগরতলা থেকে শুরু করে গোটা রাজ্যেই বিক্ষোভ আন্দোলন চলছে৷ গভীর রাত পর্যন্ত ছাত্রছাত্রীরা পথ অবরোধ আন্দোলন সংগঠিত করেছে৷
উদয়পুর কে.বি. আই সুকলের এবছর ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষার-২০২১ -এ মোট পরীক্ষার্থী ছিলো ১৫০ জন৷ তাদের মধ্যে মাএ ৬২ জন ছাএ পরীক্ষায় পাস করেছে৷বাকীরা পাস করতে না পারায় মঙ্গলবার অকৃতকার্য ছাএরা রমেশ চৌমুহনীতে উদয়পুর সাব্রুম জাতীয় সড়ক অবরোধ করে , এই সংবাদ শুনে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ ,রাধা কিশোর পুর থানার ওসি রাজীব দেবনাথ অবরোধ স্থলে এসে বিশাল পুলিশ ও টিএসআর,মহিলা পুলিশ নিয়ে উপস্থিত হয়৷
পথ অবরোধের স্থলে গিয়ে ছাএদের পথ অবরোধ মুক্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ গোমতী জেলার শিক্ষা দপ্তরের আধিকারিদের খবর দেওয়া স্বত্তেও প্রায় এক ঘন্টা পর শিক্ষা দপ্তরের ও এস ডি -জে ভি রিয়াং ঘটনাস্থলে এসে পথ অবরোধকারীদের সাথে আলোচনা করে অবরোধ মুক্ত করেন৷এদিকে ছাএদের বক্তব্য যেখানে পরীক্ষা গ্রহণ করা হয়নি সেখানে ফেলের কোন প্রশ্ণ উঠতে পারে না৷যেহেতু শিক্ষা মন্ত্রী আগেই এই কথা ঘোষণা করেছেন৷ সবাইকে পাস করানোর দাবি জানানো হয়৷ জাতীয় সড়ক অবরোধের ফলে চার পাশে বহু যানবাহনের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়৷৷পথ চলতি জনগনের মধ্যে অসুস্থ রোগী, বৃদ্ধ -বৃদ্ধাদের ভীষন অসুবিধার সম্মুখীন হতে হয়৷৷এদিকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে অবরোধ মুক্ত করায় অনেকেই ও এস ডি জে ভি রিয়াংয়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন৷
তেলিয়ামুড়া বিদ্যালয় গুলির ছাত্র-ছাত্রীদের আন্দোলনের পথে নামিয়ে এবার পাহাড়ি এলাকার সুকলগুলোতেও মাধ্যমিক অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ প্রদর্শন করতে হাজির হল এক দল রাজনৈতিক ছাত্র সংগঠন৷তেলিয়ামুড়ার ছাত্র-ছাত্রীদের দেখানো পথ ধরে এবার তেলিয়ামুড়া মহকুমার প্রত্যন্ত এলাকা বলে পরিচিত মুঙ্গিয়াকামিতে জাতীয় সড়ক অবরোধে বসলো মাধ্যমিকের অকৃতকার্য ছাত্র-ছাত্রীরা৷ পরে দীর্ঘ ২ ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত হয়৷
খবরে প্রকাশ, রাজ্যের অন্যান্য স্থানের মতো তেলিয়ামুড়াতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর থেকেই অকৃতকার্য ছাত্র ছাত্রীরা পথ অবরোধ করে৷ তাদের দাবি তাদের সকলকে পাস করিয়ে দিতে হবে৷ মঙ্গলবার একই দাবি নিয়ে তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি এলাকার মুঙ্গিয়াকামি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় ও বলরাম কোবরা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অকৃতকার্য ছাত্রছাত্রীরা সকাল ১০:৩০ মিঃ থেকে জাতীয় সড়ক অবরোধে বসে৷ এতে যাত্রী সহ জনসাধারণকে ব্যাপক দূভর্োগে পড়তে হয়৷ ঘন্টার পর ঘন্টা রাস্তার দু’’পাশে ছোট-বড়ো বিভিন্ন প্রকার যান আটকে পড়ে৷ ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়৷ ঘটনাস্থলে ছুটে আসে মুঙ্গিয়াকামি বিদ্যালয় পরিদর্শক৷ ছাত্র-ছাত্রীদের সাথে আলোচনা করা হয়৷ পরে দীর্ঘ প্রায় ২ ঘন্টা পর ছাত্রছাত্রীরা অবরোধ প্রত্যাহার করে নেয়৷ এবং জাতীয় সড়কের যান চলাচল স্বাভাবিক হয়৷ তেলিয়ামুড়া মহাকুমার আন্দোলনে পেছনে যারা মদত দিচ্ছে, একাংশ অভিভাবক অভিভাবিকা মহল অভিমত এক রাজনৈতিক দলকে ফায়দা তোলার জন্য ছাত্র-ছাত্রীদের ভুল পথে নিয়ে যাচ্ছে৷ যা অদূর ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে কিনা প্রশ্ণ তুলেছে শুভ বুদ্ধি জনগণও৷
এদিকে, একই লোক একই ইউনিফর্ম তাতে কিসের ইঙ্গিত? কোনো রাজনৈতিক ছত্রছায়ায় ইঙ্গিত নইতো৷ প্রশ্ণটা গোটা রাজ্যের মুখ্য মানুষদের নয় প্রশ্ণটা শুভবুদ্ধি সম্পূর্ণ জনগণ সহ একাংশ পড়ুয়া ছাত্র-ছাত্রীদের৷ মঙ্গলবার দুপুরে তৈদু বাজার সংলগ্ণ দুটি জায়গায় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষায় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা তৈদু- অমরপুর জাতীয় সড়ক অবরোধ করে৷ এই দিন তৈদু থানা সংলগ্ণ ব্রিজের সামনে এবং সিঙ্গির ছড়া চৌমুনীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অনুর্তীণ একাংশ জাতি উপজাতি ছাত্র-ছাত্রীরা পাশের দাবিতে অবরোধে বসে৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ ও প্রশাসনিক স্তরের আধিকারিকরা সহ বিধায়ক সিন্ধু কুমার দেববর্মা৷ অবরোধকারী অনুত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সঙ্গে দফায় দফায় চলে আলোচনা শিক্ষা দপ্তরের আধিকারিকরা সহ বিধায়ক৷ যদিও কাজের কাজ কিছুই হয় নি৷
রাজনৈতিক ছত্রছায়ায় ছাত্র ছাত্রীদের নিয়ে ছাত্রীদের নিয়ে আন্দোলন আরও তীব্রতর মুখী হয়৷পরবর্তীতে অবরোধ চলাকালীন তৈদু অমরপুর জাতীয় সড়কের মাঝখানে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে পর্ষদে পাশের দাবিতে ছাত্র আন্দোলন আরও অগ্ণিগর্ভ পরিস্থিতি ধারণ করে৷ বর্তমানে গোটা এলাকা জুড়ে থমথমে চাঞ্চল্যকর ও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে৷ যদিও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা তৈদু এলাকা জুড়ে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও টছট্ট বাহিনী৷ সন্ধ্যা নাগাদ ব্রীজের মধ্যে পথ অবরোধ কারী ছাত্রছাত্রীরা অবরোধমুক্ত করে থাকলেও সিঙ্গির ছড়া চৌমুনীতে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা সন্ধ্যার পরেও আগুন ধরিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে থাকে৷ রাত আনুমানিক নটা নাগাদ ছাত্রীরা অন্যান্য ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ মুক্ত করে৷ এদিকে একাংশ প্রবীণ নাগরিকদের অভিমত পুলিশ আন্দোলনে কোন এক রাজনৈতিক দলকে ফাইদা কামিয়ে দিয়েছিল৷ আজ সেই পুলিশ আন্দোলনের নেতা কোথায়? যার পুনরাবৃত্তি কি ঘটবে ছাত্র-ছাত্রী আন্দোলনের মধ্য দিয়ে৷