নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট৷৷ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্র- ছাত্রীদের পাশ করিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার আগরতলায় শিক্ষামন্ত্রীর বাসভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ অবরোধ আন্দোলন সংঘটিত করেছে ছাত্র সংগঠন এনএসইউআই৷ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷
রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল মূল্যায়নের মাধ্যমে সব ছাত্র-ছাত্রীদের বিষয়টি বিবেচনা করা হবে৷ কিন্তু বাস্তবে দেখা গেছে অনেক ছাত্র-ছাত্রী কে পাস করিয়ে দেওয়া হয়নি৷ আবার অনেকে আশানুরুপ নম্বর পায়নি৷ বিষয়টি নিয়ে অসন্তোষ দিনের-পর-দিন ক্রমশ বাড়ছে৷ ছাত্র সংগঠন এন এস ইউ আই এই ইস্যুতে আন্দোলন করার উদ্যোগ গ্রহণ করেছে৷ ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন স্থানে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা পথ অবরোধ, সুকলে তালা ঝোলানো সহ নানা ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে৷
এসব ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়িয়েছে ছাত্র সংগঠন এন এস ইউ আই৷ মঙ্গলবার বেশ কিছু সংখ্যক অনুত্তীর্ণ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে মন্ত্রী প্রথম মান্নাতের বাড়ির সামনে পথ অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র ছাত্রীরা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সেখান থেকে উঠে যাওয়ার জন্য পুলিশের তরফ থেকে বারবার অনুরোধ জানানো হয়৷ কিন্তু আন্দোলনকারীরা অবস্থানে অনড় থাকে৷ তারা দাবি জানায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষকে অনুরোধ জন্য ছাত্র-ছাত্রীদের পাস করিয়ে দেওয়ার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিতে হবে৷
আগরতলা শহরের বাদুরতলা চৌমুহনীতে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ এর বাড়ির সামনে যখন আন্দোলন চলছিল সেই খবর পেয়ে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাজীব সিনহা সহ অন্যান্যরা আন্দোলন ছুটে যান৷ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরোধী সিনহা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছিলেন এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল ছাত্র-ছাত্রীদের পাশ করিয়ে দেওয়া হবে৷ কিন্তু শিক্ষা মন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষা করেননি৷ বীরোচিত বাবু আরো বলেন দেশের বিভিন্ন রাজ্যে করোনা পরিস্থিতিতে পরীক্ষা গ্রহণ করতে না পারায় প্রায় সকল ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ করে দেওয়া হয়েছে৷ রাজ্যেও এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি দাবি জানিয়েছেন৷ এনএসইউ আই এর পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উত্তীর্ণ বলে ঘোষণা করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবেন৷