বিএসএফের গুলিতে গুরুতর আহত পাচারকারী

বক্সনগর, ২৪ জুন : বক্সনগর সীমান্তে বিএসএফ’র গুলিতে গুরুতর আহত হয়েছে এক যুবক। অভিযোগ, পাচারকালে গুলি ছোঁড়া হয়েছিল। বর্তমানে ওই যুবক জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে। ওই ঘটনায় বক্সনগর পশ্চিম পাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রসঙ্গত, বক্সনগর এলাকার সীমান্তবর্তী গ্রামগুলি তাঁরকাটা বেড়া সংলগ্ন স্থানগুলি দিয়ে এপার ওপার পাঁচার বাণিজ্যের রমরমা ব্যবসা বাণিজ্য আজও বর্তমান। সীমান্তবর্তী এলাকা ওই পাচার বাণিজ্য করিডোর। গতকাল রাতে বক্সনগর পশ্চিমপাড়া তাঁরকাটা সংলগ্ন ১৮৯ নম্বর গেটের এলাকা দিয়ে পাচারকারী কাপড়ের গাইড পার করার সময় বিএসএফের ছোড়াগুলিতে এক যুবক আহত হয়েছেন। ওই ঘটনায় বক্সনগর সীমান্তে ৪৯ বিএসএফ ব্যাটেলিয়ান কঠোর নিরাপত্তায় কাজ করছে।

গোপন সূত্রে জানা গিয়েছে, পাচারকারী রেজাউল হোসেন কাপড় গাইড পাট্টা দিয়ে পার করার সময় বিএসএফ নজরে পড়ে যায়। তখনই বিএসএফ রক্ষণাত্মক ভঙ্গিতে দৌড়ঝাপ শুরু করে নন-ল্যাথেল বন্দুক থেকে গুলি গুলি ছুঁড়ে। নন-ল্যাথেল বন্দুকের গুলি রেজাউল হোসেনের পিঠে লাগে। সঙ্গে সঙ্গে তাকে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা করার পর তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন।

ঘটনার বিবরনে জানা যায়, প্রতিনিয়ত রেজাউল হোসেন এপার ওপার বাণিজ্য সঙ্গে যুক্ত থাকেন। তার বাড়ি বক্সনগর ৬ নং ওয়ার্ডে। পিতার নাম আবুল হোসেন। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। গোটা এলাকা গুলিতে আহত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চলের সৃষ্টি হয়েছে।