আগরতলা, ২৪ জুন: জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে শাসকদল সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বড়জলার অলঙ্গনগরে আক্রান্ত দলীয় নেতার বাড়িতে গিয়ে এমনটাই বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন পলিটব্যুরো সদস্য মানিক সরকার।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, গত রবিবার সিপিআইএম ক্ষেতমজুর ইউনিয়নের লোকাল সম্মেলন বাদল দাসের বাড়িতে অনুষ্ঠিত হয়।দিনভর শান্তিপূর্ণভাবে সম্মেলন চললেও, রাত নামতেই এলাকায় নেমে আসে আতঙ্ক। অভিযোগ, বিজেপি ঘনিষ্ঠ দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বাদল দাসের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় বাড়ির বাউন্ডারি ও অন্যান্য আসবাবপত্র। হামলার ফলে ক্ষতিগ্রস্ত হয় পরিবারের সদস্যরাও। ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। তার সঙ্গে ছিলেন সিপিআইএম নেতা রতন দাস এবং প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত।
এদিন তিনি হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এটি একটি কাপুরুষোচিত হামলা। গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে শাসকদল এই ধরণের সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
অন্যদিকে, এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনো লিখিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
তাঁর কথায়, এই ঘটনায় ফের রাজ্যের রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বিরোধী দল সিপিআইএম ইতিমধ্যেই এর প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়েছে। স্থানীয় মানুষের দাবি, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি নিশ্চিত করুক প্রশাসন।