এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ : মন্ত্রী রতন

আগরতলা, ২১ জুন : এক পৃথিবী, এক স্বাস্থ্যের জন্য যোগ। যোগা আমাদের জীবন শৈলীর অঙ্গ হওয়া উচিত। আজ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সিপাহীজলা জেলার নীরমহলে আয়োজিত জেলাভিত্তিক যোগ শিবির অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী রতন লাল নাথ।

এদিন মন্ত্রী রতন লাল নাথ বলেন, যেখানে যোগ আছে, সেখানে সুস্বাস্থ্য আছে, আর যেখানে সুস্বাস্থ্য আছে, সেখানে আনন্দ আছে। আজকের ব্যস্ত জীবনে একটু সময় বের করে প্রতিদিন যোগাভ্যাস করা মানেই নিজের শরীর, মন ও আত্মার প্রতি এক নিঃশর্ত ভালোবাসা। বলেন মন্ত্রী রতন লাল নাথ।

তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃঢ় প্রতিশ্রুতি বিশ্বমঞ্চে স্থাপন করে ২১ জুনকে, যোগার জন্য নির্ধারিত এক পবিত্র দিন হিসেবে। সেই ইতিহাসের পাতায় ২০১৫ সালে রাজধানীর রাজপথে লেখা হয়েছিল এক মহাকাব্য— ৮৪টি দেশের প্রতিনিধিদের সঙ্গে লক্ষ প্রাণের ধ্যানমগ্ন উপস্থিতি আজও বিশ্বের বিস্ময়।