৯ লক্ষাধিক টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক দুই

ধর্মনগর, ১৯ জুন : গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে বড়সড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। শহরের ধর্মনগর থানা কর্নার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, ধর্মনগর থানায় খবর আসে কর্ণার এলাকা দিয়ে গাড়ি করে নেশা সামগ্রী পাচার করা হবে। ওই খবরের ভিত্তিতে ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক বি.জুরিন পুইয়া এবং ধর্মনগর থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন সহ থানার অন্যান্য পুলিশ কর্মীরা উৎ পেতে বসে থাকেন। ওই সময় টিআর০৫এ২৮২৪ নম্বরের একটি গাড়িকে আটক করে তল্লাশি চালিয়েছে পুলিশ। তল্লাশি চালিয়ে
মোট ১,৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে যার ওজন প্রায় ১৭৫ গ্রাম। সাথে দুইজনকে আটক করা হয়েছে। ধৃতরা হল আশীষ চাকমা ও বিশাল চাকমা।

আরপ জানা গিয়েছে, আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৯ লক্ষাধিক টাকা হবে। এছাড়াও অভিযানে অংশ নেন কৈলাসহর থেকে আগত ফরেনসিক বিশেষজ্ঞ দল ও ধর্মনগর মহকুমা অফিস কার্যালয়ের একজন ডেপুটি কালেক্টর। এনডিপিএস আইনের অধীনে একটি মামলা রুজু করে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই মাদক পাচার চক্রে আর কারা কারা জড়িত রয়েছে, তাও খতিয়ে দেখছে তদন্তকারী দল। ধৃতদের বৃহস্পতিবার ধর্মনগর জেলা ও দায়রা আদালতে পেশ করা হবে।