আগরতলা, ২৪ মে : অসুস্থ স্ত্রীকে দেখাতে এসে খোয়াই জেলা হাসপাতালে দুর্ব্যবহারের শিকার হলো এক যুবক। এমনটাই অভিযোগ তুলেছেন রোগীর পরিজন।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে দুর্গানগর এলাকার কমল কান্তি দেব তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে স্ত্রীকে দেখাতে আসে ডাক্তার। কিন্তু ইমারজেন্সি বিভাগে আসলেই হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী সমরেশ দেববর্মা ওই যুবকের স্ত্রীকে এখানে দেখানো যাবে না বলে সাফ জানিয়ে দেয়। এ সময় অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও কিছুই বলেনি। গোটা ঘটনাটি বিস্তারিতভাবে সাংবাদিকদের জানায় সেই দূর ব্যবহারের স্বীকার হওয়া যুবক।।