আগরতলা, ২১ মে : ত্রিপুরা সরকারের উপর বেকারদের ভরসা আছে। কিন্তু স্বার্থান্বেষী মহল বেকারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাতে কোনো লাভ হবে না। আজ সাংবাদিকদের মুখোমুখি এমনটাই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।
এদিন তিনি বলেন, রাজ্য সরকার স্বচ্ছতা মেনেই ছেলে মেয়েদের মেধা ও দক্ষতাকে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারি চাকরি দিচ্ছে। আগামী দিনেও এই নিয়ম নীতি মেনেই শূন্য পদ পূরন ও নতুন পদ সৃষ্টি করে ধাপে ধাপে বিভিন্ন দপ্তরে চাকরি প্রদানের ব্যবস্থা করবে সরকার, বলে আশ্বাস দিয়েছেন তিনি।
তাঁর কথায়,ত্রিপুরা সরকারের উপর বেকারদের ভরসা আছে। কিন্তু স্বার্থান্বেষী মহল বেকারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাতে কোনো লাভ হবে না। কারণ, বেকাররা জানানে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্য সরকারই করবে।