শান্তির বাজার রামঠাকুর মন্দিরে চুরি

বিলোনিয়া, ২১ মে : শান্তিরবাজার শহরের প্রান কেন্দ্রে অবস্থিত রামঠাকুর মন্দিরে চুরি সংগঠিত করলো নিশিকুটম্বের দল।প্রনামী বাক্স থেকে অর্থ নিয়ে যায় চোরের দল। এছাড়াও মন্দিরে থাকা ঠাকুরের শয়নকক্ষে খাটের সঙ্গে অগ্নি সংযোগ ঘটায় বলে অভিযোগ।

প্রসঙ্গত, শান্তির বাজার থানার অধীনে বিভিন্ন জায়গায় চোরের দল হানা দিয়েছে। শান্তির বাজার মহকুমাসী নিরপত্তাহিনতায় ভুগছে। শান্তির বাজার পুর পরিষদ থেকে অর্থ ব্যায় করে সমগ্র বাজার এলাকায় সি সি ক্যামেরা লাগানো হয়েছে। সি সি ক্যামেরা লাগানোর দায়িত্ব দেওয়া হয়েজে সজল কে। তিনি নিজ ইচ্ছা মতো নিম্নমানের সি সি ক্যামেরা লাগিয়ে অর্থ নয়ছয় করার অভিযোগ উঠে আসছে। অধিকাংশ সময়ে এই ক্যামেরাগুলি বিকল হয়ে থাকে। এতে করে লোকজদেখানোর জন্য ক্যামেরা থাকলেও সেই ক্যামেরাগুলো সঠিকভাবে কাজকরেনা।

গতকাল রাতে শান্তির বাজার রামঠাকুর মন্দিরে চুরি সংগঠীত হবার পর শান্তির বাজার থানার পুলিশ ও সজলের সি সি ক্যামেরার ভূমিকা নিয়ে প্রশ্ন করছে সাধারন লোকজনেরা। শান্তির বাজার রামঠাকুর মন্দিরে টিন কেটে প্রবেশ করে প্রনামী বাক্স থেকে অর্থ নিয়ে যায় চোরের দল। এছারাও মন্দিরে থাকা ঠাকুরের শয়নকক্ষে খাটের সঙ্গে অগ্নি সংযোগ ঘটায় বলে অভিযোগ। বুধবার বিষয়টি মন্দির কমিটির নজরে আসার পর শান্তির বাজার থানার খবর দেওয়া হয়। পুলিশ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে চলে আসে। বর্তমান সময়ে শান্তির বাজার পুলিশের মূল লক্ষ অর্থ আদায় করা এমনটাই অভিযোগ সাধারণ লোকজনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *