ধর্মনগরের মঙ্গলখালীতে নতুন নির্মিত বাঁধ ভেঙে বিপর্যয়, কৃষিজমিতে জল ঢুকে ব্যাপক ক্ষতির আশঙ্কা

ধর্মনগর, ২১ মে : ধর্মনগর মহকুমার মঙ্গলখালী ১ নম্বর ওয়ার্ডে কিছুদিন আগে নির্মিত একটি বাঁধ এবং সংলগ্ন রাস্তা প্রবল বৃষ্টিপাতের ফলে ভেঙে পড়েছে। এতে চূড়ান্ত ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

গত কয়েকদিন ধরেই ধর্মনগর মহকুমায় প্রবল বৃষ্টি হচ্ছে। সেই প্রেক্ষিতে জুড়ি নদীর তীরবর্তী এলাকাগুলিকে সুরক্ষিত রাখতে মঙ্গলখালী ১ নম্বর ওয়ার্ডে একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, বাঁধ নির্মাণের মান অত্যন্ত খারাপ ছিল। ফলে গতকাল গভীর রাতে সেটি ভেঙে পড়ে এবং নদীর জল ঢুকে পড়ে আশেপাশের কৃষিজমিতে।

এক কৃষকের বক্তব্য অনুযায়ী, ইতোমধ্যেই বিস্তীর্ণ জমি জলের নিচে চলে যাচ্ছে এবং এতে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। উদ্বেগের বিষয় হলো, এখনো পর্যন্ত কোনো সরকারি দপ্তরের কর্মকর্তাকে ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা যায়নি।

উল্লেখ্য, এই বাঁধটির উপর দিয়েই একটি গুরুত্বপূর্ণ রাস্তা ছিল, যা মঙ্গলখালী থেকে কৃষ্ণপুর পর্যন্ত সংযোগ রক্ষা করত। প্রতিদিন শতাধিক মানুষ এই পথ ব্যবহার করেন। বর্তমানে রাস্তা ভেঙে যাওয়ায় জনসাধারণের যাতায়াতেও চরম অসুবিধা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *