প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের ৮৬তম জন্মবার্ষিকী পালন কংগ্রেস ভবনে

আগরতলা, ১৮ মে: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট কংগ্রেস নেতা সুধীর রঞ্জন মজুমদারের ৮৬তম জন্মবার্ষিকী রবিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস কার্যালয়ে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
এদিন প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় সহ কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।
প্রসঙ্গত, সুধীর রঞ্জন মজুমদার ১৯৩৯ সালের ১৮ মে জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাজনীতির পাশাপাশি তিনি ছিলেন একজন প্রখ্যাত শিক্ষাবিদ, রাজনীতিতে যোগদানের পূর্বে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য হিসেবে রাজ্যসভার সদস্যও নির্বাচিত হয়েছিলেন। মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শাসনকালে রাজ্যে বয়সোত্তীর্ণ বেকারদের চাকরি প্রদান, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ আজও রাজ্যবাসীর স্মৃতিতে জায়গা করে রেখেছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুধীর রঞ্জন মজুমদার ছিলেন একজন সৎ, নিরহংকার এবং মানুষের প্রতি দায়বদ্ধ রাজনৈতিক নেতা। তাঁর আদর্শ এবং কাজ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *