বিশ্রামগঞ্জ, ১৮ মে: শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার চেছুড়িমাই জাতীয় সড়কে অবস্থিত এক দোকানে চুরির ঘটনা ঘটেছে। চুরির শিকার ব্যবসায়ী গৌতম ভৌমিক। জানা গেছে, তিনি শাসক দলের একনিষ্ঠ নেত্রী’র স্বামী।
ব্যবসায়ীর অভিযোগ, শনিবার রাত দশটা নাগাদ প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তালা লাগিয়ে বাড়ি ফিরে যান তিনি। পরদিন রবিবার সকালে দোকানে এসে তালা ভাঙা অবস্থায় দেখতে পান। দোকানের ভিতরে ঢুকে তিনি দেখেন, দোকানের একটি দামি ফ্রিজ (মূল্য প্রায় ২৫,০০০ টাকা), চা ও কফির মেশিন, ঠান্ডা পানীয়, বিভিন্ন রকমের চকলেট, মসলা, সিগারেটসহ প্রায় ৫০,০০০ টাকার পণ্য চুরি হয়ে গেছে।
মাত্র আড়াই মাস আগে স্বামী-স্ত্রী মিলে দোকানটি শুরু করেছিলেন গৌতমবাবু। সেই দোকান থেকেই চলত তাদের সংসার। এ ধরনের ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান।
চুরির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিশ্রামগঞ্জ থানার সেকেন্ড ওসি মিঠুন সাহা। তিনি একটি চুরির মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।
চেছুড়িমাই জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় সম্প্রতি অনেক দোকানপাট গড়ে উঠেছে। তবে বেশিরভাগ দোকানেই রাত্রিকালীন নিরাপত্তার অভাব রয়েছে। ফলে চোরের দল সুযোগ নিয়ে একের পর এক দোকানে লুটপাট চালাচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের কাছে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
2025-05-18