আগরতলা, ১৮ মে : কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা বাহিনী। ২২শে এপ্রিল সংঘটিত ওই জঙ্গি হামলার পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় সেনারা গুঁড়িয়ে দেয় ৯টি জঙ্গি ঘাঁটি। পরবর্তীতে পাকিস্তান ড্রোন হামলার মাধ্যমে প্রতিশোধ নিতে চাইলে, সেই হামলাও ব্যর্থ করে দেয় ভারতীয় সেনাবাহিনী।
এই প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনী ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে রবিবার বনমালীপুর মন্ডলে বিজেপির উদ্যোগে এক “তিরঙ্গা যাত্রা” অনুষ্ঠিত হয়।
আগরতলার চন্দ্রপুর আইএসবিটির সামনে থেকে শুরু হয়ে এই যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। হাতে তেরঙ্গা পতাকা নিয়ে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেন অংশগ্রহণকারীরা।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, দলের অন্যান্য নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।
রাজীব ভট্টাচার্য বলেন, “সীমান্তে আমাদের সাহসী সেনারা দিনরাত নির্ভয়ে দেশের সুরক্ষায় নিয়োজিত। তাঁদের ত্যাগ ও সাহসের জন্যই আজ আমরা সুরক্ষিত। প্রধানমন্ত্রী মোদির দৃঢ় নেতৃত্বে ভারত আরও আত্মনির্ভর ও শক্তিশালী হয়ে উঠছে।”
তিরঙ্গা যাত্রার মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা ভারতমাতার বীর সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং একতা, দেশপ্রেম ও সাহসের বার্তা জনসমক্ষে তুলে ধরেন।
2025-05-18