আগরতলা, ১৪ মে: এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ উদয়পুর কাঁকড়াবন এলাকা থেকে এক নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। পরিবারের দাবি, প্রণয়ের জেরে ওই যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, জামজুরি স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী জুহেনারা আক্তার বাড়ির লোকজনের অনুপস্থিতিতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে। ওই ঘটনায় দুধ পুসকুনি পঞ্চায়েত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যেখানে জুহেনারা তার পরিবারের সঙ্গে বসবাস করত।
আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই একটি সম্পর্ক নিয়ে চাপের মধ্যে ছিল ওই ছাত্রী। পারিবারিকভাবে বিষয়টি মেনে না নেওয়ার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল সে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকড়াবন থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কাঁকড়াবন থানার পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে এবং প্রেম সংক্রান্ত বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যার পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং বিদ্যালয় কর্তৃপক্ষও এই ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছে এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে।