বজ্রপাতে গুরুতর আহত কুর্তি ফাজিল মাদ্রাসার আট ছাত্রী, চাঞ্চল্য কদমতলায়

কদমতলা, ১৪ মে: উত্তর ত্রিপুরার কুর্তি দ্বাদশ শ্রেণীর ফাজিল মাদ্রাসায় বজ্রপাতের বিকট শব্দে গুরুতর আহত হয় আট ছাত্রী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে, যখন কুর্তি-কদমতলা এলাকায় হঠাৎ করে বজ্রপাতসহ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়।
মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজি আব্দুল কাইয়ুম জানান, বজ্রপাতের প্রচণ্ড শব্দে ভীত হয়ে আটজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং দ্রুত জ্ঞান হারিয়ে ফেলে। খবর পেয়ে প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। আহত ছাত্রীরা হলেন—মারুফা বেগম, রুমা বেগম, তামান্না ফেরদৌস, জামিলা বেগম, সাজিদা ইয়াসমিন, সোহানা আক্তার, সোমানিয়া বেগম ও সোমা বেগম।
এদিকে, ঘটনার খবর পেয়েই কদমতলা থানার পুলিশ স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছায় এবং গোটা ঘটনা গভীরভাবে তদন্ত করছে। এই ঘটনাকে কেন্দ্র করে কদমতলা ও সংলগ্ন এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *