বিশ্রামগঞ্জ, ১২ মে: রবিবার রাতে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের দাদু ও নাতি। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে বিশ্রামগঞ্জ পরিমল চৌমুহনি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে, যেখানে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহতদের নাম নারায়ণ ভৌমিক (৬২) এবং আদরিক ভৌমিক (১১ মাস)। দুর্ঘটনায় পরিবারে মোট পাঁচ জন সদস্য আহত হন, যাদের মধ্যে নারায়ণ ভৌমিক ও শিশুপুত্র আদরিকের মৃত্যু হয়েছে। পরিবারের বাকিরা—আদ্রিকের বাবা, মা এবং ঠাকুরমা—গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে আদ্রিকের বাবা এবং ঠাকুরমার অবস্থা সংকটজনক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার সকালে বটতলা মহাশ্মশানে দাদু-নাতির একসঙ্গে শেষকৃত্য সম্পন্ন হয়। আদ্রিকের মা শেষবারের মতো ছেলের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন। এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই দুর্ঘটনার খবরে।