আগরতলা, ১২ মে : বিদ্যুতের ট্রান্সফরমারের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের চেষ্টাকালে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে চুরাইবাড়ি থানার পুলিশ। সোমবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে থানার নাকা পয়েন্টে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৯৬০ কেজি গাঁজা সহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, একটি ছয় চাকার লরি আগরতলা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। নাকা পয়েন্টে গাড়িটি পৌঁছালে কর্তব্যরত পুলিশ আধিকারিক খোকন সাহা সেটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন। এসময় তিনি লক্ষ্য করেন লরিতে থাকা ইলেকট্রনিক ট্রান্সফরমারগুলির নাট ঢিলে রয়েছে। সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে নাটগুলি খুলে দেখেন এবং ভেতরে গাঁজার প্যাকেট ভর্তি দেখতে পান।
পুলিশ জানিয়েছে, লরিতে থাকা মোট দশটি ট্রান্সফরমারের ভেতরে ৯৬টি প্যাকেটে দশ কেজি করে মোট ৯৬০ কেজি শুকনো গাঁজা লুকানো ছিল। উদ্ধার হওয়া এই গাঁজার কালোবাজারি মূল্য প্রায় চার কোটি টাকা।
এই ঘটনায় গাড়ির চালক আদেশ কুমার (৪২) এবং সহ-চালক প্রমোদ কুমারকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দুজনেরই বাড়ি উত্তরপ্রদেশের কানপুরে।
চুরাইবাড়ি থানার ওসি খোকন সাহা জানান, ধৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হবে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতে তল্লাশি অভিযান চালানো হবে। মঙ্গলবার ধৃতদের জেলা আদালতে তোলা হবে।
এদিকে, এই বড়সড় মাদক উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন জেলার পুলিশ সুপার অবিনাশ রাই, মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুুইয়া এবং ডিসিএম জিনিয়াস দেববর্মা। তাঁদের উপস্থিতিতে উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়। পুলিশের এই সাফল্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।