নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গিরিরাজ সিং বলেছেন, দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের চেয়ে বড় গুন্ডা আর নেই।
গিরিরাজ সিং আরও বলেছেন, “অরবিন্দ কেজরিওয়াল গরিবদের ঠকিয়ে ও নোংরা জল দিয়ে ‘গুন্ডাগর্দি’ করেছেন। অরবিন্দ কেজরিওয়াল গত দশ বছর ধরে দিল্লির মানুষের সঙ্গে ‘গুন্ডাগর্দি’ করছেন, তাঁর চেয়ে বড় ‘গুন্ডা’ আর কেউ নেই।”