আইজল, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : মিজোরামে শুল্ক ও নারকোটিক দফতর এবং আসাম রাইফেলস-এর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ৯.৯৯ কোটি টাকার নেশাজাতীয় মেথামফেটামিন ট্যাবলেট। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তিন মাদক কারবারিকে। তাদের মধ্যে এক মহিলা সমেত দুই মায়ানমারের নাগরিক এবং একজন মিজোরামের বাসিন্দা।
আজ সোমবার আসাম রাইফেলস-এর এক সূত্র জানিয়েছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে গত ৩১ জানুয়ারি সন্ধ্যায় রাজ্যের চামফাই জেলার অন্তর্গত নগুর-বালফেক রোডে যৌথ মাদক-বিরোধী অভিযান চালানো হয়েছিল। শুল্ক ও নারকোটিক দফতর এবং আসাম রাইফেলস-এর যৌথ অভিযানে উদ্ধার হয়েছে ৩.৩৩ কিলোগ্রাম ওজনের প্রায় ৯.৯৯ কোটি টাকার নেশাজাতীয় মেথামফেটামিন ট্যাবলেট।
এর সঙ্গে তিন মাদক কারবারি যথাক্রমে মায়ানমারের দারখাই গ্রামের বাসিন্দা জনৈক হাউজাডালার ৩৫ বছরের মেয়ে মাংগ্লাওলুনি, মায়ানমারের একই গ্ৰামের প্রয়াত কাইদুথাংগার ৩৪ বছর বয়সি ছেলে থাংঘানমুঙ্গা এবং মিজোরামের চামফাই জেলার অন্তর্গত মুহমেলথাহ গ্রামের লালচুয়াংগার বছর ৩৬-এর ছেলে লালরোজুয়ালাকে গ্রেফতার করে শুল্ক ও নারকোটিক দফতরে হস্তান্তর করা হয়েছে।