আচরণ অবশ্যই অনুকরণীয়, বিবেচ্য ও গঠনমূলক হতে হবে : জগদীপ ধনখড়

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): আচরণ অবশ্যই অনুকরণীয়, বিবেচ্য ও গঠনমূলক হতে হবে। সোমবার এই মন্তব্য করলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। রাজ্যসভার অধিবেশনের শুরুতে তিনি বলেছেন, “আমাদের আচরণ অবশ্যই অনুকরণীয় হতে হবে, আমাদের চিন্তাভাবনা বুদ্ধিমান এবং গঠনমূলক এবং আমাদের ক্রিয়াকলাপগুলি ১৪০ কোটি নাগরিকদের কল্যাণে চালিত হতে হবে, যারা আমাদের প্রতি নিজেদের বিশ্বাস রাখেন।”

রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড় আরও বলেছেন, “প্রাণবন্ত ও কার্যকরী সংসদ হল গণতন্ত্রের প্রাণ। মহান মহাকুম্ভ ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক সারাংশের একটি উজ্জ্বল উদযাপন, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সম্মিলিত মঙ্গল এবং সত্য, সহনশীলতা ও সম্প্রীতির প্রতি চিরস্থায়ী প্রতিশ্রুতি প্রদান করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *