নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার দিল্লিতে একটি নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেছেন, “২০১৩ সালে কেজরিওয়াল বলেছিলেন, তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাড়ি, গাড়ি অথবা নিরাপত্তা নেবেন না। কিন্তু তিনি গাড়িও নিয়েছেন এবং বাংলোও নিয়েছেন।”
অমিত শাহ আরও বলেছেন, “তিনি একটি বাড়িতে সন্তুষ্ট হননি, তাই তিনি ‘শীশ মহল’ নির্মাণ করেন। এই ৫১ হাজার কোটি টাকা কার? এটা দিল্লির মানুষের। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা জনসাধারণের দেখার জন্য ‘শীশ মহল’ খুলে দেব। কেজরিওয়াল কোটি টাকার দুর্নীতিতে লিপ্ত হওয়ার পর, তাকে কি আবার ক্ষমতায় আসতে হবে?”