রাস্তা সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে সামিল গ্রামবাসী

আগরতলা, ১ ফেব্রুয়ারী: রাস্তা সংস্কারের দাবিতে কৈলাসহর মহকুমার ইরানি থানা সংলগ্ন রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে সামিল হলেন স্থানীয়রা। অবরোধের ফলে ব্যাহত স্বাভাবিক যান চলাচল, দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের। 

ঘটনার বিবরণে জানা, কৈলাসহর মহকুমার গৌরনগর ব্লকের অধীন বাবুরবাজার থেকে ইরানি বাজার যাওয়ার রাস্তাটির দীর্ঘদিন ধরে চলাচল অনুপযুক্ত হয়ে রয়েছে। সামনেই বর্ষা শুরু হবে, এখন পর্যন্ত এই রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হচ্ছেনা।  কিন্তু রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরের নজরে বিষয়টি বার বার নেওয়ার পরও কারো কোনো মাথাব্যথা নেই। শনিবার দুপুরে এক প্রকার বাধ্য হয়ে ইরানি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা সড়ক অবরোধে সামিল হয়েছেন।

এদিকে, দীর্ঘ ৩ঘন্টা অবরোধের পর দপ্তরর দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার অলক রায় ঘটনাস্থলে উপস্থিত হন। আগামী তিন দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজে হাত দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় স্থানীয়রা। অবরোধকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হয়, তবে বৃহত্তর আন্দোলনের পথ বেছে নেবেন তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *