পুণে, ১ ফেব্রুয়ারি (হি.স.) : ব্যাটিং সহায়ক উইকেটে ভারতের ১৮২ রানের জবাব দিতে গিয়ে ইংল্যান্ড শুরুটা ভালই করেছিল। দুই ওপেনার মিলে পাওয়ারপ্লেতে যোগ করেন ৬২ রান। কিন্তু দুর্দান্ত শুরুর পরেও সিরিজ হার এড়াতে পারল না জস বাটলারের দল। হারশিত রানা এবং রবি বিষ্ণোইদের দুর্দান্ত বোলিংয়ে শেষ ওভারে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে ভারত।
পুণেতে শুক্রবার রাতে সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়েছে ভারত। এই জয়ে ৫ ম্যাচের টি-২০ সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে ফেলল সূর্যকুমার যাদবের দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্বিতীয় ওভারে দলীয় ১২ রানেই ৩ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা। একই ওভারে সানজু স্যামসন, তিলক ভার্মা এবং সুর্যকুমার যাদবকে ফিরিয়েছেন সাকিব মাহমুদ।
শুরুর ধাক্কার সামলে ব্যাট হাতে দায়িত্ব কাঁধে তুলে নেন রিঙ্কু সিং এবং অভিষেক শর্মা। ২৯ রান করে দলীয় ৫৭ রানে ফেরেন অভিষেক। ৩০ রান করে ফেরেন রিঙ্কু। এরপর ষষ্ঠ উইকেটে বড় জুটি গড়েন হার্দিক পান্ডিয়া এবং শিভম দুবে। ৮৭ রানের এই জুটিতেই বড় সংগ্রহের ভিত পায় ভারত। ৪-৪ ও ৪ -৬ -এ ৩০ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। আর ৩৪ বলে ৫৩ রান করে শেষ বলে যখন রান আউট হন তরুণ এই অলরাউন্ডার, ১৮১ রানে শেষ হয় ভারতের ইনিংস।