নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেটের ভূয়সী প্রশংসা করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর মতে, বাজেটে কৃষিক্ষেত্র ও কৃষকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।
বাজেট পেশ হওয়ার পর সংসদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিবরাজ সিং চৌহান বলেছেন, এই বাজেট আত্মনির্ভর ভারত গঠনের জন্য। অগ্রাধিকার দেওয়া হয়েছে কৃষি ক্ষেত্র ও কৃষকদের। এখন, কৃষকরা একটি কিষাণ ক্রেডিট কার্ডে ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। কৃষকদের অনেক উপহার দেওয়া হয়েছে।”