নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): শনিবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন বেলা এগারোটা নাগাদ বাজেট পেশ করেন নির্মলা। বাজেট পেশের পর কেন্দ্রীয় বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন বিজেপি সাংসদ রবি কিষাণ। তাঁর মতে, এই বাজেট দুর্দান্ত হয়েছে।
বিজেপি সাংসদ রবি কিষাণ বলেন, দরিদ্র, মধ্যবিত্ত এবং সকলের জন্য একটি দুর্দান্ত বাজেট পেশ করা হয়েছে৷ এমন একটি দুর্দান্ত বাজেট পেশ করার জন্য আমি প্রধানমন্ত্রী মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জিকে অভিনন্দন জানাতে চাই৷